অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিঃ
অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠী প্রায় ১৪,৯০,০০০ জন। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা এ জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ২০১২-১৩ অর্থবছর হতে ২০১৮-১৯ পর্যন্ত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি দুটি একত্রে ছিল। ২০১৯-২০ অর্থবছরে এ কর্মসূচি পৃথক হয়ে "অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি" নামে স্বতন্ত্র কর্মসূচি হিসেবে পরিচালিত হচ্ছে।সমাজসেবা অধিদফতর কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম, বয়স্ক ব্যক্তিদের বিশেষ ভাতা এবং তাদের ছেলেমেয়েদের শিক্ষা সহায়তা হিসাবে অনগ্রসর শিক্ষা উপবৃত্তি।
তন্মধ্যে শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে-
১। অনগ্রসর জনগোষ্ঠির বিশেষ বয়স্ক ভাতা,
২। অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি।
বর্তমানে ২০২৪-২৫ অর্থবছরে অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম পৌরসভায় মোট বিশেষ ভাতা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ৫৭ (সাতান্ন) জন এবং জনপ্রতি মাসিক বরাদ্দের হার ৫০০/- টাকা। এবং অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম পৌরসভায় মোট শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ২৫(পঁচিশ) জন ।
স্তরভিত্তিক মাসিক বরাদ্দের হার-
১। প্রাথমিক স্তরে ৭০০ টাকা,
২। মাধ্যমিক স্তরে ৮০০ টাকা,
৩। উচ্চ মাধ্যমিক স্তরে ১০০০ টাকা এবং
৪। উচ্চতর স্তরে ১২০০ টাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস