Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা

অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিঃ

অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠী প্রায় ১৪,৯০,০০০ জন। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা এ জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ২০১২-১৩ অর্থবছর হতে ২০১৮-১৯ পর্যন্ত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি দুটি একত্রে ছিল। ২০১৯-২০ অর্থবছরে  এ কর্মসূচি পৃথক হয়ে "অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি" নামে স্বতন্ত্র কর্মসূচি  হিসেবে পরিচালিত হচ্ছে।সমাজসেবা অধিদফতর কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমবয়স্ক ব্যক্তিদের বিশেষ ভাতা এবং তাদের ছেলেমেয়েদের শিক্ষা সহায়তা হিসাবে অনগ্রসর শিক্ষা উপবৃত্তি। 

তন্মধ্যে শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম কর্তৃক বর্তমানে চলমান কর্মসূচি হচ্ছে- 

১। অনগ্রসর জনগোষ্ঠির বিশেষ বয়স্ক ভাতা, 

২। অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি।


বর্তমানে ২০২৪-২৫ অর্থবছরে অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম পৌরসভায় মোট বিশেষ ভাতা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ৫৭ (সাতান্ন) জন এবং জনপ্রতি মাসিক বরাদ্দের হার ৫০০/- টাকা। এবং  অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম পৌরসভায় মোট শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ২৫(পঁচিশ) জন । 

স্তরভিত্তিক মাসিক বরাদ্দের হার- 

১। প্রাথমিক স্তরে ৭০০ টাকা

২। মাধ্যমিক স্তরে ৮০০ টাকা

৩। উচ্চ মাধ্যমিক স্তরে ১০০০ টাকা এবং 

৪। উচ্চতর স্তরে ১২০০ টাকা ।

ওয়েব পোর্টাল  আপডেট করেছেন:- মোঃ আল আমীন ইসলাম